Tui Kothao Achhis Bole歌词由Uday Bandyopadhyay演唱,出自专辑《Tui Kothao Achhis Bole》,下面是《Tui Kothao Achhis Bole》完整版歌词!
Tui Kothao Achhis Bole歌词完整版
তুই কোথাও আছিস ব'লে
পাখি ডাকে সকাল হ'লে,
আছে প্রাণ।
তুই লিখতে বলিস তাই,
আমি অন্তমিল সাজাই।
বাঁধি গান।
এই ব্যস্ত জনারণ্যে
আমি একলা তোরই জন্যে
খুঁজি সুর।
তোর সঙ্গে কথা বলি,
তোকে নিয়েই হেঁটে চ'লি
বহু দূর।
তোর কখন সময় হবে,
তুই গাইবি সে গান কবে,
পাতি কান।
শুধু তুই চেয়েছিস তাই
আমি অন্তমিল সাজাই।
বাঁধি গান।
কবে কোন্ যুগে যে প্রথম দেখা তোকে!
কত জন্ম চাইছে বিরহী বুক একজন অন্যকে!
যদি দেখতে না পাই চোখে
চোখ বুজেই দেখি তোকে,
জানে ঘুম।
বাঁধি স্বপ্নে খেলাঘর
জাগে রাতের তেপান্তর
নিঝুম।
চেনা সীমার ওপার ওপার
তবু দোলায় ভাঁটা জোয়ার
চোরা টান।
তবু ভালবাসায় বাঁচি,
ছুঁয়ে থাকতে কাছাকাছি
বাঁধি গান।