笨鸟先飞
我们一直在努力
2025-01-10 06:02 | 星期五

Tui Kothao Achhis Bole歌词-Uday Bandyopadhyay

Tui Kothao Achhis Bole歌词由Uday Bandyopadhyay演唱,出自专辑《Tui Kothao Achhis Bole》,下面是《Tui Kothao Achhis Bole》完整版歌词!

Tui Kothao Achhis Bole歌词

Tui Kothao Achhis Bole歌词完整版

তুই কোথাও আছিস ব'লে

পাখি ডাকে সকাল হ'লে,

আছে প্রাণ।

তুই লিখতে বলিস তাই,

আমি অন্তমিল সাজাই।

বাঁধি গান।

এই ব্যস্ত জনারণ্যে

আমি একলা তোর‌ই জন্যে

খুঁজি সুর।

তোর সঙ্গে কথা বলি,

তোকে নিয়েই হেঁটে চ'লি

বহু দূর।

তোর কখন সময় হবে,

তুই গাইবি সে গান কবে,

পাতি কান।

শুধু তুই চেয়েছিস তাই

আমি অন্তমিল সাজাই।

বাঁধি গান।

কবে কোন্ যুগে যে প্রথম দেখা তোকে!

কত জন্ম চাইছে বিরহী বুক একজন অন্যকে!

যদি দেখতে না পাই চোখে

চোখ বুজেই দেখি তোকে,

জানে ঘুম।

বাঁধি স্বপ্নে খেলাঘর

জাগে রাতের তেপান্তর

নিঝুম।

চেনা সীমার ওপার ওপার

তবু দোলায় ভাঁটা জোয়ার

চোরা টান।

তবু ভালবাসায় বাঁচি,

ছুঁয়ে থাকতে কাছাকাছি

বাঁধি গান।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef256VVA9BQhSWwoMDA.html

相关推荐

  • Basanta Re歌词-Uday Bandyopadhyay

    Basanta Re歌词-Uday Bandyopadhyay

    Basanta Re歌词由Uday Bandyopadhyay演唱,出自专辑《Basanta Re》,下面是《Basanta Re》完整版歌词! Basanta Re歌词完整版 বসন্ত রে, বসন্ত রে...

  • 敏感 (Live)歌词-曾宇天&楼程

    敏感 (Live)歌词-曾宇天&楼程

    敏感 (Live)歌词由曾宇天&楼程演唱,出自专辑《》,下面是《敏感 (Live)》完整版歌词! 敏感 (Live)歌词完整版 敏感 (Live) - 曾宇天/楼程词:任韦锦/KWORLD@FJS...

  • Jealous Heart (Acoustic)歌词-Sugar Tune

    Jealous Heart (Acoustic)歌词-Sugar Tune

    Jealous Heart (Acoustic)歌词由Sugar Tune演唱,出自专辑《Jealous Heart (Acoustic)》,下面是《Jealous Heart (Acoustic)》完整版歌词! Jealous Heart (Acou...

  • 花魁之争,加代教育老刘头,闯下大祸。6歌词-佛四空

    花魁之争,加代教育老刘头,闯下大祸。6歌词-佛四空

    花魁之争,加代教育老刘头,闯下大祸。6歌词由佛四空演唱,出自专辑《北京加代江湖故事》,下面是《花魁之争,加代教育老刘头,闯下大祸。6》完整版歌词! 花魁之...

  • 花魁之争,加代教育老刘头,闯下大祸。18歌词-佛四空

    花魁之争,加代教育老刘头,闯下大祸。18歌词-佛四空

    花魁之争,加代教育老刘头,闯下大祸。18歌词由佛四空演唱,出自专辑《北京加代江湖故事》,下面是《花魁之争,加代教育老刘头,闯下大祸。18》完整版歌词! 花魁...