Priyo Kore Rakhbo Tomay歌词由Shilpi Biswas&ROSEN RAHMAN演唱,出自专辑《Priyo Kore Rakhbo Tomay》,下面是《Priyo Kore Rakhbo Tomay》完整版歌词!
Priyo Kore Rakhbo Tomay歌词完整版
প্রিয় করে রাখবো তোমায়
মনের সিংহাসনে,
চুপি চুপি আসবো কাছে
নিশীথ চরনে।
এতো আদর এতো সোহাগ
হয়না যেন কখনো ভাগ,
আমি ছাড়া কারুকে না
রাখিও স্মরনে॥
চাইনা আমি থাকুক তোমার
জীবনে আর কেউ,
আমি একা গুনবো তোমার
উথাল নদীর ঢেউ।
ঢেউয়ে ঢেউয়ে ভাসবো দুজন
জীবনে মরনে।
নেইতো জানা আর কি আছে
এর'চে ভালো হয়,
প্রতিক্ষনে যে জীবনে
আমি তুমিময়।
ভালোবাসার পূর্ন প্রকাশ
হয়না ব্যাকরনে।