Kagoj Kuray歌词由Humayra Afrin Era演唱,出自专辑《Kagoj Kuray》,下面是《Kagoj Kuray》完整版歌词!
Kagoj Kuray歌词完整版
বাবা! ওরা কারা বলো
শুনবো আমি তাদের দুঃখ
আমায় নিয়ে চলো।
আমিতো বাবা স্কুলে যাই
ওরা তো যায় না
আমার মত শিক্ষার আলো
ওরা তো পায় না
ওদের কেন এত দুঃখ
আমায় তুমি বলো ।।
খালি গায়ে ঘুরে বেড়ায়
রাস্তার ধারে ধারে
ওরা কি বাবা আমার মত
খাবার খেতে পারে
বস্তা কাঁধে কাগজ কুড়ায়
কাটায় ওদের দিন
আমি কত সুখে থাকি
ঘরটা কি রঙ্গিন
এত কষ্ট কেন ওদের
আমায় তুমি বলো ।।
আমার মত বাবার আদর
ওরা ও কি পায়
রাত্রি হলে কোথায় থাকে
কোথায় ওরা যায়
শীতের দিনে কেমনে বাবা
ওদের রাত কাটে
দুঃখ কষ্টে হয়ত বাবা
ওদের বুক ফাটে
নেই কি কেহ ওদের সহায়
আমায় তুমি বলো ।।