Astagfirullah歌词由Rofiul Karim演唱,出自专辑《Astagfirullah》,下面是《Astagfirullah》完整版歌词!
Astagfirullah歌词完整版
পাঠিয়েছিলে প্রভু করিয়ে শপথ ধরায়
করতে তোমার ইবাদাত
কথা দেয়া ছিল যত করিনি তো সেই
নামাজ রোজা সাদাকাত
দেখ ফিরে এসেছি প্রভু, গুনাহগার আমি তবু
তোমার অবাধ্য নই।
আস্তাগফিরুল্লাহ-আস্তাগফিরুল্লাহ..
ফিতনার এ জামানায় ডুবে থাকি গুনাহে
বারে বারে পথ ভুলে যাই
অস্থির হয়ে যায় ক্লান্ত এ হ্রদয়
ভুলে থাকি যখনি তোমায়
প্রশান্তি খুজে পাই, সিজদায় লুটে যাই
ক্ষমা করো প্রভু তুমি আমায়।
আস্তাগফিরুল্লাহ-আস্তাগফিরুল্লাহ..
নফসের কামনায় করেছি হাজার পাপ
আমি যে বড়ই গুনাহগার
ক্ষমা করো হে প্রভু কে আছে তুমি ছাড়া
আশ্রয় দাতা এ আমার?
রহমের চাদরে দাও ঢেকে আমাকে
ভালোবাসি প্রভু আমি তোমায়।
আস্তাগফিরুল্লাহ-আস্তাগফিরুল্লাহ..