Nari Amar Ma歌词由Nandita演唱,出自专辑《Nari Amar Ma》,下面是《Nari Amar Ma》完整版歌词!
Nari Amar Ma歌词完整版
নারী আমার মা, নারী কন্যা
নারী আমার বোন, নারী ভালোবাসা
নারী ছাড়া বিশ্ব রবে ভরা আগাছা॥
বিশ্বে যতো কর্ম মহান
সবখানেতে আছে নারীর অবদান
নারী যতো এগিয়ে যাবে
ততোই বাড়বে বিশ্বের মান।
ছোট বড় সকল কাজে
আছে তাহার দান, অসীমও মহান
নারী তো নয় মরিচিকা প্রহেলিকা
নারী ভালোবাসা॥
একলা পুরুষ কি আছে দাম
নারীকে ভক্তি করো পাবে সম্মান
নারী-পুরুষ বাধলে জুটি
বাড়বে গতি, হবে বেগবান।
বিধাতা ভেদ রাখেনি ছেদ করেনি
পুরুষ-নারী করেছে সমান, (তিনি) সেই তখনই
নারী মনের আশা, ঘুচায় হতাশা
নারী ভালোবাসা॥