Berongin歌词由Hrishi Pandey演唱,出自专辑《Berongin》,下面是《Berongin》完整版歌词!
Berongin歌词完整版
বেরঙিন যেন বেরঙিন
তোকে ছাড়া বড়ই কঠিন কাটছে দিন
চলে আয় সব ছেড়ে আই
মন কাঁদে রাত জাগে রোজ তোর আশায়
শত গল্প আমায় রাত জাগায়
খুঁজি তোকে সব স্বপ্নের রূপকথায়
কোন এক কবিতার
রোজ মুছে যায় ছবি তার
তাও এঁকে যাই বারবার
যদি তোক পাই ফিরে আবার
কোন এক কবিতার
রোজ মুছে যায় ছবি তার
তাও এঁকে যাই বারবার
যদি তোক পাই ফিরে আবার
যা তুই আজ স্বাধীন
তবে থাকবি কতদিন
খুঁজে কাঁদবি প্রতিদিন সীমাহীন
হারানো ঠিকানা খুঁজে একদিন
জানবি ফিরবো না আমি কোনদিন
এক স্বপ্নের রাজ পথে হাটছি বেশ
দিন কাটছে ভেবে তোকে হচ্ছি শেষ
কোন এক কবিতার
রোজ মুছে যায় ছবি তার
তাও এঁকে যাই বারবার
যদি তোক পাই ফিরে আবার
কোন এক কবিতার
রোজ মুছে যায় ছবি তার
তাও এঁকে যাই বারবার
যদি তোক পাই ফিরে আবার