Qadar Manei Shatash Tarikh Ai Dharona Vol歌词由Humayra Afrin Era演唱,出自专辑《Qadar Manei Shatash Tarikh Ai Dharona Vol》,下面是《Qadar Manei Shatash Tarikh Ai Dharona Vol》完整版歌词!
Qadar Manei Shatash Tarikh Ai Dharona Vol歌词完整版
ক্বদর মানেই সাতাশ তারিখ
এই ধারণা ভুল
অন্য রাতেও ফুটতে পারে
বেহেশতি এ ফুল।।
সাতাশ নিয়েই পড়ে থাকা
ঠিক হবে না তাই
প্রতি বেজোড় রাতেই তাকে
তালাশ করা চাই
একটি রাতেই আমল করা
বোকার সমতুল।।
তেইশ তারিখও হতে পারে
পঁচিশ, একুশ তাও
উনত্রিশের রাতেও তুমি
ক্বদর খুঁজে যাও।।
হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত
কোরআন পাকে পাই
যে পেলো তাঁর মতো যে আর
ভাগ্য কারো নাই!
এ রাত নিয়ে তাই চলে না
বোকামি এক চুল।।