Ochinpur歌词由Imran Khandakar演唱,出自专辑《Ochinpur》,下面是《Ochinpur》完整版歌词!
Ochinpur歌词完整版
অচিনপুর
শিল্পী : ইমরান খন্দকার
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
২৮/১২/২০২১
জলে বাজে তোমার নুপুর
হাওয়ায় কথার সুর।
তোমায় খুঁজে খুঁজে আমি
যাচ্ছি অচিনপুর।।২
ভুল বানানের ভালোবাসা
তবু দিচ্ছে হাতছানি।
রোদের ডানায় হাসছে আকাশ
মাছের কানাকানি।
অল্প শোকের গল্প কেমন
লিখছে প্রেম কাহিনী।।
ভাঙছে পাড় স্রোতের ধার
জাগছে আবার চর।
জীবন নদীর এই খেলাতে
সবাই শেষে পর।।২
ভুল বানানের ভালোবাসা
তবু দিচ্ছে হাতছানি।
রোদের ডানায় হাসছে আকাশ
মাছের কানাকানি।
অল্প শোকের গল্প কেমন
লিখছে প্রেম কাহিনী।।
ভাবছে চোখ আপন লোক
কাঁটছে দেখি ঘোর।
স্মৃতির জাল মুছবে কাল
বন্ধ হবে সব দোর।।
ভুল বানানের ভালোবাসা
তবু দিচ্ছে হাতছানি।
রোদের ডানায় হাসছে আকাশ
মাছের কানাকানি।
অল্প শোকের গল্প কেমন
লিখছে প্রেম কাহিনী।।