Sukher Gaye Ga Lagiye歌词由Samadrita Dutta演唱,出自专辑《Sukher Gaye Ga Lagiye》,下面是《Sukher Gaye Ga Lagiye》完整版歌词!
Sukher Gaye Ga Lagiye歌词完整版
সুখের গায়ে গা লাগিয়ে
মেঘেদের ভেলায় ভেসে
যাবো হারিয়ে দূরে
নিয়ে খুশি রাশি রাশি।
সঙ্গী তুমি হতে পারো
সঙ্গোপনে এসে,
কোথাও যদি ভালোবাসা
গভীর হয়ে মেশে।
দিতে পারি আমলকী সুখ
মুঠো ভরা হাসি
সত্যি করে বলছি তোমায়
ভালোবাসি ভালোবাসি।
তুমি এলে দু চোখে কাঁপে
কিশোরকালের দৃষ্টি
তুমি এলে মন মাতাল
এলোমেলো বৃষ্টি।
হাতের ওপর হাতটি রেখে
অজানারই পথে চলা
ভালোবেসে জীবনকে আজ
আরো ভালোবেসেই যাওয়া।