Amar Boner Opoman (Explicit)歌词由Gazi Anas Rawshan演唱,出自专辑《Amar Boner Opoman (Explicit)》,下面是《Amar Boner Opoman (Explicit)》完整版歌词!
Amar Boner Opoman (Explicit)歌词完整版
লিল্লাহি তাকবীর,আল্লাহু আকবার।।
যদি কন্ঠে তোমার বেঁজেনা ওঠে আল্লাহু আকবার
তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার।।
আল্লাহু আকবার,,,,,,,,,,,,,,,,,,,
যদি জালিম শাহির মিছে হুংকারে
কাপো তুমি থর থর
যদি ইসলামের বিরুদ্ধে চলো
সারাটি জীবন ভর।।
যদি কণ্ঠে তোমার ধ্বনিত না হয় পবিত্র হুংকার।
তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার
যদি কন্ঠে তোমার বেঁজেনা ওঠে আল্লাহু আকবার
তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার।।
আল্লাহু আকবার,,,,,,,,,,,,,,,,,,,
যদি মাজলুমানের আহাজারিতেও
লাগেনা তোমার মায়া
তবে কিভাবে পাবে কাল হাশরে
আরশ পাকের ছায়া।।
যদি সত্য বলতে ভয় থাকো তুমি
চাকরিটা হারাবার।
তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার?
যদি কন্ঠে তোমার বেঁজেনা ওঠে আল্লাহু আকবার
তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার।।
আল্লাহু আকবার,,,,,,,,,,,,,,,,,,,
যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান
যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ কারো অপমান।।
যদি কোনভাবে কেউ ক্ষুন্ন করে ধর্মীয় অধিকার
তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার।
আল্লাহু আকবার,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।