Miche Maya歌词由Fazlur Rahman Babu演唱,出自专辑《Miche Maya》,下面是《Miche Maya》完整版歌词!
Miche Maya歌词完整版
কিসের আশায় বাঁধলাম ঘর
ঘরতো আমার হইবো পর
থাইমা গেলে জীবন ঘুড়ি
পইরা রইবো রঙেরও বাড়ি
কাইন্দা কাইন্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে
আপন স্বজন কেউতো
আমার খবর লইবোনা ওরে
মিছে মায়ার এ সংসারে
নয়রে কেউ আপন (মনরে আমার )
সারে তিন হাত মাটির ঘরে
নিথর দেহ রইবে পড়ে
কষ্টে গড়া সাধের ধন আমার
যোজন-যোজন থাকবে দূরে
কাইন্দা কাইন্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে
আপন স্বজন কেউ তো আমার
খবর লইবো না ওরে
মিছে মায়ার এ সংসারে
নয়রে কেউ আপন (মনরে আমার )
সোনার দেহ হইবো মাটি
অন্তর তোমার করো খাঁটি
সময় থাকতে রাস্তা ধরো
মাওলার নামটিস্মরণ করো
কাইন্দা কাইন্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে
আপন স্বজন কেউ তো আমার
খবর লইবো না ওরে
মিছে মায়ার এ সংসারে
নয়রে কেউ আপন (মনরে আমার )