Valobese Bese歌词由Jewel Mahmud&Payel演唱,出自专辑《Valobese Bese》,下面是《Valobese Bese》完整版歌词!
Valobese Bese歌词完整版
ভালোবেসে বেসে, এতো কাছে এসে
হয়ে গেছি আজ আমি তোর
দিলাম লিখে, আমি আজকে তোকে
আমার এই মনের শহর
যতদিন রবে এ জীবন, ততদিন রবো আমি তোর
কোনদিন যাবোনা দূরে, হবোনা তো পর
মন রেখেছি তোর মনে
বিশ্বাসে খুব যতনে
হাত রেখেছি তোর হাতে
ছাড়বোনা এ জীবনে
একটা দিন না যদি দেখি
শূণ্য শূণ্য লাগে সবই
উজাড় করে দেবো হৃদয়
বুকের মাঝে তুই রবি