Hasina Nani Palayshe (Vocal Version)歌词由Moyaj Ali演唱,出自专辑《Hasina Nani Palayshe》,下面是《Hasina Nani Palayshe (Vocal Version)》完整版歌词!
Hasina Nani Palayshe (Vocal Version)歌词完整版
হাসিনা নানী পালায় গেছে
গাট্টিগুট্টি লইয়া,
ঘোমটা দিয়া বিমান কইরা
মোদের ধোঁকা দিয়া।২
গরম কইরা দেশের মাথা
ছিহ ছিহ কি লজ্জা কথা
নাইরে শরম হিয়া—ঐ
হাসিনা খুনী পালাইছেরে....
গাট্টিগুট্টি লইয়া
ছাত্র দিলো আল্টিমেটাম
গণভবন যাবে,
উচিৎ শিক্ষা স্বৈরাচারীর
এবার তবে হবে।২
খবর এলো মুখে মুখে
বিজয় কেতন উড়ছে সুখে
গেছে পালাইয়া
ছিহ ছিহ কি লজ্জা কথা
নাইরে শরম হিয়া—ঐ
আমজনতার চাপে পড়ে
পড়ছে নানী চিপায়,
কি করবে পায়না ভেবে
নাই যে কোনো উপায়—২
শুকনো চোখের কান্না নানী
পাবলিক এখন খায়না,
তোমার পোষা কচ্ছপগুলা
পাবলিক ভয় পায়না।
তাই,বাঁচার তরে অবসরে
উড়াল দিলো কান্না করে
হায় হায় লুকাইয়া
ছিহ ছিহ কি লজ্জা কথা
নাইরে শরম হিয়া—ঐ