Kanchan Kanya歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Kanchan Kanya》,下面是《Kanchan Kanya》完整版歌词!
Kanchan Kanya歌词完整版
কাঞ্চনকন্যা ট্যুরস এর সাথে,
সারা ভারত ঘুরবো,
দেখবো সব রঙিন জায়গা,
স্বপ্নের মতো ।।
দার্জিলিংয়ের চা বাগানে,
গ্যাংটকের পাহাড়ি পথে,
সিকিমের রঙিন ফুলে,
কাশ্মীরের তুষার ঢালে।
কাঞ্চনকন্যা ট্যুরস এর সাথে,
সারা ভারত ঘুরবো,
দেখবো সব রঙিন জায়গা,
স্বপ্নের মতো ।।
দিল্লির লালকেল্লা, আগ্রার তাজমহল,
মুম্বাইয়ের সমুদ্র তীরে, গুজরাটের রান উৎসব।
রাজস্থানের মরুভূমি, জয়পুরের রাজপ্রাসাদ,
কেরালার নৌকাবিহার, গোয়ার সৈকত রাশ।
কাঞ্চনকন্যা ট্যুরস এর সাথে,
সারা ভারত ঘুরবো,
দেখবো সব রঙিন জায়গা,
স্বপ্নের মতো ।।
কলকাতার ভিক্টোরিয়া, সুন্দরবনের নদী,
চেন্নাইয়ের মেরিনা, হায়দ্রাবাদের চারমিনার।
মণিপুরের লোকটাক লেক, মেঘালয়ের শিলং,
অরুণাচলের তাওয়াং, ত্রিপুরার মন্দির সাঁতর।
কাঞ্চনকন্যা ট্যুরস এর সাথে,
সারা ভারত ঘুরবো,
দেখবো সব রঙিন জায়গা,
স্বপ্নের মতো ।।
লাদাখের মরু, উটির সবুজ চা বাগান,
আসামের কাজিরাঙা, বিহারের বোধি বৃক্ষতল।
উত্তরাখণ্ডের হৃষীকেশ, হিমাচলের মানালি,
পাঞ্জাবের স্বর্ণমন্দির, অমৃতসরের বিখ্যাত লঙ্গর।
কাঞ্চনকন্যা ট্যুরস এর সাথে,
সারা ভারত ঘুরবো,
দেখবো সব রঙিন জায়গা,
স্বপ্নের মতো ।।
তোমার হাত ধরে,
আমরা চলবো দূরে,
প্রতিটি মূহুর্ত হবে আমাদের,
রোমাঞ্চে ভরা প্রতিটি সুর।
কাঞ্চনকন্যা ট্যুরস এর সাথে,
সারা ভারত ঘুরবো,
দেখবো সব রঙিন জায়গা,
স্বপ্নের মতো ।।