Eid Ebadat歌词由Ibtisum Abrar&Nazmus Sakib Nafis演唱,出自专辑《Eid Ebadat》,下面是《Eid Ebadat》完整版歌词!
Eid Ebadat歌词完整版
ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত
রবের তরফ থেকে খাস নেয়ামত।।
ঈদ হলো খুশি মনে রব কে স্মরণ।।
ঈদগাহে কাঁধে কাঁধে সুখের সালাত
ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত
রবের তরফ থেকে খাস নেয়ামত।।
ইদ আনে উৎসব মুমিনের ঘরে
খুশির জোয়ার জাগে বেদনার চরে
মমতায় মুছে দাও দুঃখীদের নিদ
ধরণীতে আসে যেন ফুল প্রভাত
ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত
রবের তরফ থেকে খাস নেয়ামত।।
ইদ এলে প্রাণে বাজে আনন্দ গীতি
ভেদাভেদ ভুলে যায় বাড়ে সম্প্রীতি
ঈদ এলে শিশু দল আওয়াজ তুলে
জেগে ওঠে উল্লাসে মন ও দ্বার কোলে
ভুলে যাও ভেধাভেধ এ মনের জিদ
রবের খুশিতে হোক প্রেম মুলাকাত
ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত
রবের তরফ থেকে খাস নেয়ামত।।