Bangladesh Amar Pran歌词由Novel Ahmed演唱,出自专辑《Bangladesh Amar Pran》,下面是《Bangladesh Amar Pran》完整版歌词!
Bangladesh Amar Pran歌词完整版
তোমার বুকে জন্ম মোদের তোমারই সন্তান,
রক্ত দিয়ে রাখবোগো মা
তোমারই সম্মান
মাগো বাংলাদেশ -বাংলাদেশ-বাংলাদেশ
আমার প্রাণ
বাদশা-নবাব চলে গেলো
বৃটিশ নিল স্থান
মাগো পরাধিন হলাম
ত্রিশ লক্ষ শহিদ হল
মুছল পাকিস্তান নাম
মাগো বাংলাদেশ -বাংলাদেশ-বাংলাদেশ
আমার প্রাণ
বাংলা মায়ের বাঙালী মোরা
বাংলায় জুড়ায় প্রাণ,
মাগো শহীদ ভাইদের দান।
হাজার বছরের বাঙালী
ইতিহাসে প্রমাণ
মাগো বাংলাদেশ -বাংলাদেশ-বাংলাদেশ
আমার প্রাণ