Ostitto歌词由Beats Of Dream演唱,出自专辑《Ostitto》,下面是《Ostitto》完整版歌词!
Ostitto歌词完整版
অস্তিত্বহীন আমি বড় ক্লান্ত
বড্ড একা তাকিয়ে দেখ
খুঁজে নিও আমায়
এই গানের মাঝে
গানের মাঝে
পিঠ যে আজ ঠেকে গেছে
শূণ্যের অই দেয়ালেতে
তাকিয়ে দেখ কতো একা আমি
কেঁদে যাই এই শূন্যঘরেতে
তুমি আছো এখনো আছো,
শুধু অচেনা হয়ে গেলে
আর আমি তোমার পিছু নিয়ে আছি.
শূন্যের শেষে
শূন্যের শেষে
পারবোনা আমি ভুলতে তোমায়
হাটতে চাই সে হাত ধরে আবার
পারবোনা আমি ভূলতে তোমায়
দেখতে চাই সে.চাঁদটাকে আবার
তুমি আমারই ছিলে তুমি আমারই রবে
যতো দূরে যাও যতো হাত ধরো
রবে আমারই
আজো আমি সপ্ন বুনি
নতুন কোন ভোরের আশায়
আজো আমি সপ্ন বুনি
প্রিয়তমা তোমায় দেখার আশায়
তুমি আমারই ছিলে তুমি আমারই রবে
যতো দূরে যাও যতো হাত ধরো