Naw Hannyate (Patriotic Song & Rap)歌词由Madhuraa Bhattacharya&Srijon演唱,出自专辑《Naw Hannyate (Patriotic Song & Rap)》,下面是《Naw Hannyate (Patriotic Song & Rap)》完整版歌词!
Naw Hannyate (Patriotic Song & Rap)歌词完整版
Song
ঘর ছেড়ে এসেছে,
ঘরেরই হিফাজতে
প্রাণপাতে দ্বিধাহীন,
নশ্বর দেহেও ন হন্যতে
Rap
দেশের সীমান্তে
সবার অজান্তে
মা তোর সন্তান
ভীষণ একান্তে
প্রহরায় মগ্ন
করছে যত্ন
শস্য শ্যামলা
তোর শাড়িরই অঞ্চল
সাথে আছে আবার
জমিন বঞ্জর
পাহাড় বন্দর
অরণ্য সুন্দর
মরুর প্রান্তর
তুষার দিগন্ত
মা তোর রূপ
নানাবিধ অনন্ত
সেই কোন যুগ থেকে মা তোর
ডাকাবুকো ছেলেমেয়েরা
সংসার সুখ ছেড়ে এলো
বাড়িমুখো নয় এরা
কানাঘুষো যায় যে শোনা
এরা ভীষণ দামাল
অহঃ নিশি চিন্তাবিষ্ট
আনবে নতুন সকাল
মা তুই যে বসুন্ধরা
শূরবীরের পীঠস্থান
তোর মুক্তির স্বপ্নে ঘেরা
সব নিবেদিত প্রাণ
মাস্টারদার অভিযান বা
নেতাজির অন্তর্ধান
লক্ষ্য পুনরুদ্ধার করা
তোর হৃত অভিমান
কলকাতা থেকে করাচি
একই কলতান
স্বাধীনতা চাই
চাই আজাদ হিন্দুস্থান
Song
জন্মভূমির মাতৃস্নেহে সে যে আজন্ম ঋনী
দেশবাসী স্বস্তিতে আর কাঁদে গর্ভধারিণী
অশ্রু সজল, সিক্ত কাজল, ভেজা আঁচল তাঁর রিক্ত যে
ছুটির চিঠি, ভিটের মাটি আজও ঠিকানা খোঁজে
ক্ষুদিরামের কলের বোমায়
প্রাণে ভীত বড়লাট
বদনামের ভাগী হয়ে
গন্তব্য ফাঁসিকাঠ
পালাবার পথে এসে দাঁড়ায়
বিপ্লবী মূল্যবোধ
জাগুক দেশের যুবা
বাড়ুক তাদের ক্রোধ
তাইতো ভগৎ সিং এর
লক্ষ্য বিচারালয়
সেই বোমার সিংহনাদে
পেলো ব্রিটিশ ভয়
বাঘাযতীনের লড়াই
মাতঙ্গিনীর March
এই নামেই করি বড়াই
করি Google Search
কোথায় পেলো এত সাহস
ভেবে হই পরেশান
কোথায় পেলো আগুন জ্যোতি
অনন্ত অনির্বাণ
কোথায় পেলো বুকের খাঁচায়
সেই খোলা আসমান
পায়ে যখন শিকল পরা
প্রত্যয় খান খান
কোন সে মন্ত্রবলে
মনের অন্তঃস্থলে
হৃদস্পন্দন গেয়ে চলে
দেশেরই জয়গান
Song
ঘর ছেড়ে এসেছে,
ঘরেরই হিফাজতে
প্রাণপাতে দ্বিধাহীন,
নশ্বর দেহেও ন হন্যতে