Naam Hobe Lash歌词由Nusrat Zerin演唱,出自专辑《Naam Hobe Lash》,下面是《Naam Hobe Lash》完整版歌词!
Naam Hobe Lash歌词完整版
আজ সবাই কতো আপন
প্রাণ পাখি উড়ে গেলে
মাটির ঘরে একা রবো
দিলে আমায় দাফন
সেদিন আমার নাম হবে লাশ
চার চাকার গাড়ি,
অচেনা এই বাড়ি
মাটির বিছানা,
ছাদে হবে বাশ
একা একা পড়ে রবো
হবেনা কেউ আপন
কবরের জীবন হবে শুরু
কেউ রবে সুখে,
কারো যাবে দুঃখে।
মরণ ছাড়া সবাই
এমনই রবে
একা একা পড়ে রবো
হবেনা কেউ আপন