Mori Bishe Jole歌词由Belal Khan演唱,出自专辑《Folk Fest With Protune Vol-1》,下面是《Mori Bishe Jole》完整版歌词!
Mori Bishe Jole歌词完整版
মরি বিষে জ্বলে
শিল্পী : বেলাল খান
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার :বেলাল খান
সংগীত আয়োজন : শোভন রায়
কোরাস : বন্যা
লেবেল : প্রোটিউন
১৬/০৮/২০১২
Project Protune Folk Fifty
কাছেতে থাকিলে
মরি বিষে জ্বলে
দূরে গেলে বাড়ে জ্বালা ।
আমি ত্যাগিবো ঘর বাড়ি
মনে মনে ভাবি
কি প্রেমে বাধিঁলোরে কালা ।l
আমার এ অন্তরে তাহারে বান্ধরে
আখিঁ বলে দেবে ফাকিঁ ।
তিলেক না দেখিলে
দহি প্রেম অনলে
কি করে প্রান বুকে রাখি ।।২
পরানে রাখিলে পরান যায় পুড়ে
আমারে বাঁচাও হে বালা।।
প্রেমে না মজিলে প্রেমের কি বুঝিবে
প্রেমে ডুবার আছে বাকি।
নিজেরে ভুলিয়া
দ্যাও সব ছাড়িয়া
ধরা দেবে প্রেমের পাখি।। ২
সরলে গরলে জড়াইয়া জঞ্জালে
চাইনা প্রেমেরই মালা।।
( কেমন জ্বালা অন্তরের ভিতর।
যারে আপন ভাবি, সে আমায় ভাবে পর।।)