Khosh Amded Qurban歌词由Jaber Mahmud&Ashraf Bin Ansar演唱,出自专辑《Khosh Amded Qurban》,下面是《Khosh Amded Qurban》完整版歌词!
Khosh Amded Qurban歌词完整版
বছর ঘুরে সবার ধারে
এলো খুশির ঈদ
পাড়ায় পাড়ায় পড়ছে সাড়া
নেই চোখে আজ নিদ
খুশির বারি অজর ধারায়
ঝরছে মনের পাড়ায় পাড়ায়
ঈদ নিয়ে এলো ধরায়
ত্যাগেরি ফরমান
খোশআমদেদ খোশআমদেদ
খোশআমদেদ কোরবান
খলিলুল্লাহর সাজে আজ
সাজবে ধরা কুল
পূর্ণতার আজ আসবে জোয়ার
ফুটবে নেকের ফুল
মনের পশু জবাই করে
কোরবানি হোক রবের তরে।।
রক্ত গোস্ত চায়না কিছু
চায় ত্যাগেরি ইমতিহান
খোশআমদেদ খোশআমদেদ
খোশআমদেদ কোরবান
প্রিতির দার খুলবে আজ
মুছবে সকল ভুল
সর্বজনীন এই খুশিতে
হাসবে মানব কুল
শত্রু মিত্রু আজ তফাত ভুলে
খুশির ভাগি হোক সমান ভাবে।।
ধনী গরীব সবার মাঝে
আসুক বোয়ে ঈদের এলান
খোশআমদেদ খোশআমদেদ
খোশআমদেদ কোরবান