Banvasi Manusher Kosto歌词由Sohel Rana Ashiq&Pori Akanda演唱,出自专辑《Banvasi Manusher Kosto》,下面是《Banvasi Manusher Kosto》完整版歌词!
Banvasi Manusher Kosto歌词完整版
বানভাসি মানুষের কষ্ট দেখে
দুচোখে ঘুম আসেনা
সহায় থেকো তুমি মালিক তাদের
মুছে দাও আছে যত যাতনা
ওখানে জলে ভাসে স্বপ্নের বাড়ি
বুকে বাজে বেদনার বীণ
পাড়ায় পাড়ায় শুনি শোকের মাতম
অনাহারে কাটে রাত দিন
নির্ঘুম আঁখি রাত জাগা পাখি
মাথা গুজাবার ঠাঁই পায় না
সহায় থেকো তুমি মালিক তাদের
মুছে দাও আছে যত যাতনা
বানের স্রোতে ভাসে দুধের শিশু
কত লাশ জলে ভেসে যায়
আর্তমানবতা করে হাহাকার
তোমার রহম বিনে নিরুপায়
নির্ঘুম আঁখি রাত জাগা পাখি
দুচোখ বুজাবার বেলা পায়না
সহায় থেকো তুমি মালিক তাদের
মুছে দাও আছে যত যাতনা