Ontore Marilo歌词由Mosiur Rahman Rinku演唱,出自专辑《Ontore Marilo》,下面是《Ontore Marilo》完整版歌词!
Ontore Marilo歌词完整版
অন্তরে মারিলো ছোবল
এ কোন কাল-ভুজঙ্গ
বিষে আমার জ্বলিয়া যায় অঙ্গ।
হায়রে বিষে আমার জ্বলিয়া যায় অঙ্গ ৷ ৷
বাড়ির লোক হয় পেরেশান
কয় তান্ত্রিক মারছে গো বান
ওঝা, বৈদ্য মিছা আইয়া
করে নানান রঙ্গ।
হায়রে বিষে আমার জ্বলিয়া যায় অঙ্গ ৷ ৷
প্রেমের বিষ জমা অন্তরে
কমবে কি আর ঝাড় ফুঁকরে
কাজলে কয় যাবো মরে,
যদি না পাই বন্ধুর সঙ্গ।
হায়রে বিষে আমার জ্বলিয়া যায় অঙ্গ ৷ ৷