Madinawala歌词由SM Moin&Gazi Anas Rawshan演唱,出自专辑《Madinawala》,下面是《Madinawala》完整版歌词!
Madinawala歌词完整版
হাবিবে খোদা সারদারে আলম, ইয়া সাঈ্যিদি.......,
নুরেওয়ালা, সাইয়েদানা, খাতামুন্নাবী, পেয়ারা ইয়া নবীজি।
আ.........আ......আ.......আ........
জাহানের সরকার তুমি নবী কামলিওয়ালা
মদিনার ধুলামাটি করেছ উজালা
মাদিনাওয়ালা ওয়ালগো মাদিনা ওয়ালাগো
মাদিনাওয়ালা ওয়ালগো মাদিনা ওয়ালা
মদিনার ওই মাটিতে হল তোমার ঠাঁই
কাবার ওই পাক মাটি তো হলো না সহায়।।
তোমাকে চিনিলো না চিনিলো না কুরাইশ ওয়ালা
জাহানের সরকার তুমি নবী কামলিওয়ালা
মদিনার ধুলামাটি করেছ উজালা।
জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে
সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি, করেছে তোমাকে দিয়ে
মাদিনেওয়ালে, মাদিনেওয়ালে, মাদিনেওয়ালে।।
তুমি না হলে ধরায়, হতো না কোন কিছুই
তোমার প্রেমে পাগল সবই, ছুটছে তোমার পিছু।।
তোমার শাফায়াত দিও, শাফায়াত দিও
ওগো নূরেওয়াল।
জাহানের সরকার তুমি নবী কামলিওয়ালা
মদিনার ধুলামাটি করেছ উজালা।
মাদিনা ওয়ালা ওয়ালা গো মাদিনা ওয়ালাগো
মাদিনা ওয়ালা ওয়ালা গো মাদিনা ওয়ালা।ঐ