Nil Opochoy歌词由Anik Narayan Deb演唱,出自专辑《Nil Opochoy》,下面是《Nil Opochoy》完整版歌词!
Nil Opochoy歌词完整版
যদি মনে হয় এটা অপচয় ছেড়ে দিও তুমি হাত
X
শেষে মনে হয় ভুলে যাবো সেই কুয়াশা মাখা হলুদ যত
স্বপ্ন বেচার ডুবছে জাহাজ পরাজিত আমি কুপোকাত
সাজানো কত ইচ্ছে পাহাড় ভেঙে চুরমার হয়
জানি হবে শেষ ধ্বংসবাশেষ শেষ হবে অভিনয়
একদফা অভিযোগ নিয়ে
তোমায় ফিরে পেতে চায় আবার
ধোয়ার জোয়ারে রাত্রি কাটে পথ নেই ফিরে যাওয়ার
তুমি একবার নীল ভালোবাসার
গভীরতা মেপে দেখো
যদি মনে হয় এটা অপচয় নিজেরমতো গল্প লিখো
ধানের সিশে তোমার স্মৃতি আজও কাদায় অবিরত
ব্যাথাদের ভিড়ে জলপরীর মৃত্যু যত্ন করে স্বর্গ মাখে
কাঁটা তারে লাল হৃদয়ে ক্ষত আজও কাদায় অবিরত
একদফা অভিযোগ নিয়ে
তোমায় ফিরে পেতে চায় আবার
ধোয়ার জোয়ারে রাত্রি কাটে পথ নেই ফিরে যাওয়ার
তুমি একবার নীল ভালোবাসার
গভীরতা মেপে দেখো
যদি মনে হয় এটা অপচয় নিজেরমতো গল্প লিখো