Balo Na Ki Pele Valobese歌词由Sahachari Sinha Roy演唱,出自专辑《Balo Na Ki Pele Valobese》,下面是《Balo Na Ki Pele Valobese》完整版歌词!
Balo Na Ki Pele Valobese歌词完整版
বলোনা কী পেলে ভালোবেসে?
ছায়া হয়ে ঘিরে থেকে
এ মন আগলে রেখে
দুচোখের এলোমেলো বৃষ্টিতে ভেসে.
কত ছোট ছোট আশাতে
ছোট ছোট ভালোবাসাতে
কত ছোট ছোট পাওয়াতে
সুখে থাকা যায়
যার কাছে থাকে ভরসা
তারই চোখে কেন বরষা
দূরে সরে তাকে সহসা
ভোলা কি গো যায়?
যতদূরই যাবে যাও
পাবে আমাকেই,
শুরু থেকে শেষে
কার কাছে গিয়ে দাঁড়াবো
দুটো চেনা হাত বাড়াবো
কার খোঁজে পথ হারাবো
কী করে বোঝাই?
যেটুকু পেয়েছি এ হাতে
রেখেছি সাজিয়ে ব্যথাতে
তবুও পারিনা বোঝাতে
কাকে কেন চাই
মরণের ওপারেও
বাঁচে এই মন
তোমারই আবেশে...