笨鸟先飞
我们一直在努力
2025-01-25 19:16 | 星期六

Balo Na Ki Pele Valobese歌词-Sahachari Sinha Roy

Balo Na Ki Pele Valobese歌词由Sahachari Sinha Roy演唱,出自专辑《Balo Na Ki Pele Valobese》,下面是《Balo Na Ki Pele Valobese》完整版歌词!

Balo Na Ki Pele Valobese歌词

Balo Na Ki Pele Valobese歌词完整版

বলোনা কী পেলে ভালোবেসে?

ছায়া হয়ে ঘিরে থেকে

এ মন আগলে রেখে

দুচোখের এলোমেলো বৃষ্টিতে ভেসে.

কত ছোট ছোট আশাতে

ছোট ছোট ভালোবাসাতে

কত ছোট ছোট পাওয়াতে

সুখে থাকা যায়

যার কাছে থাকে ভরসা

তারই চোখে কেন বরষা

দূরে সরে তাকে সহসা

ভোলা কি গো যায়?

যতদূরই যাবে যাও

পাবে আমাকেই,

শুরু থেকে শেষে

কার কাছে গিয়ে দাঁড়াবো

দুটো চেনা হাত বাড়াবো

কার খোঁজে পথ হারাবো

কী করে বোঝাই?

যেটুকু পেয়েছি এ হাতে

রেখেছি সাজিয়ে ব্যথাতে

তবুও পারিনা বোঝাতে

কাকে কেন চাই

মরণের ওপারেও

বাঁচে এই মন

তোমারই আবেশে...

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef3e4VVA9BgtTVwIECA.html

相关推荐

  • 与风同梦C调伴奏 (伴奏)歌词-江风秦雨

    与风同梦C调伴奏 (伴奏)歌词-江风秦雨

    与风同梦C调伴奏 (伴奏)歌词由江风秦雨演唱,出自专辑《与风同梦(伴奏)》,下面是《与风同梦C调伴奏 (伴奏)》完整版歌词! 与风同梦C调伴奏 (伴奏)歌词完整版 ...

  • Fossil Dreams歌词-March of the Real Fly

    Fossil Dreams歌词-March of the Real Fly

    Fossil Dreams歌词由March of the Real Fly演唱,出自专辑《What Comes First》,下面是《Fossil Dreams》完整版歌词! Fossil Dreams歌词完整版 You and me, li...

  • 带上家向三宝出发歌词-丁饭饭

    带上家向三宝出发歌词-丁饭饭

    带上家向三宝出发歌词由丁饭饭演唱,出自专辑《丁先生》,下面是《带上家向三宝出发》完整版歌词! 带上家向三宝出发歌词完整版 带上家向三宝出发 作曲 简先生 作...

  • 伤心的城住着最爱的人 (DJ版伴奏)歌词-雨中百合

    伤心的城住着最爱的人 (DJ版伴奏)歌词-雨中百合

    伤心的城住着最爱的人 (DJ版伴奏)歌词由雨中百合演唱,出自专辑《伤心的城住着最爱的人》,下面是《伤心的城住着最爱的人 (DJ版伴奏)》完整版歌词! 伤心的城住着...