Akta Manush歌词由Arif Billah演唱,出自专辑《Akta Manush》,下面是《Akta Manush》完整版歌词!
Akta Manush歌词完整版
তোমার আগমনে ,
নেমে এলো ধরায় সুখের ধারা
তোমার নূরের জ্যোতি
দূর করে দিলো আধার
মানুষ হলো আত্নহারা
একটা মানুষ বদলে দিল
দিন দুনিয়ার সকল ভুল,
সে যে আমার দ্বীনের নবী
প্রিয় মোহাম্মদ রাসূল।
একটা মানুষ জ্বেলে দিল
আঁধার ঘরে তারার ফুল,
সে যে আমার প্রাণের নবী
প্রিয় মোহাম্মদ রাসূল।
কঠিন হাশর মাঠে ,
কাওসার হাতে তুলে দিবে তুমি
পুলসিরাতের পাড়ে তুমি হবে তরণী
ফিরল পথে যারা ছিল বিপথেরও ঘোরে
তাদের দ্বারাই জ্বলল আলো নতুন কোন ভোরে
কে দেখালো স্বপ্ন তাদের, খোদায় যে হলো মশগুল!!