Amar Joto Shopno Asha歌词由Sadman Sakib演唱,出自专辑《Amar Joto Shopno Asha》,下面是《Amar Joto Shopno Asha》完整版歌词!
Amar Joto Shopno Asha歌词完整版
আমার যত স্বপ্ন-আশা
ঐ মদিনা ঘিরে,
ব্যাকুল আমার এ মন সদা
যেতে নবীর নীড়ে।
পাখির মত থাকত যদি
আমার দুটি ডানা
উড়াল দিতাম ঐ মদিনায়
করতো কে আর মানা?
পৌঁছে যেতাম এক পলকে
ঐ মদিনার তীরে।।
মাখতাম নবীর পথের ধূলি
হয়ে পাগলপারা
নবী-প্রেমের মালা গেঁথে
জীবন করতাম সারা
জপতাম হাজার দরুদ-সালাম
নবীর রওজায় ফিরে।।
তোমায় পাবার আশায় আমার
কাটে সকল প্রহর
আঁখির জলে ভাসি আমি
বহাই অশ্রু-নহর
দাও না দিদার বারেক আমায়
গোপন পর্দা চিরে।।