Na Bujhiya Koira Pirit (Explicit)歌词由Faiza Joya&AF Saikot演唱,出自专辑《Na Bujhiya Koira Pirit (Explicit)》,下面是《Na Bujhiya Koira Pirit (Explicit)》完整版歌词!
Na Bujhiya Koira Pirit (Explicit)歌词完整版
নিজের ভুলে হইলাম দোষী
দোষ দেবো আর কারে,
না বুঝিয়া কইরা পিরিত
কান্দি দ্বারে দ্বারে।
ভুলে ভুলে জীবন গেলো
হইয়া গেলো শেষ,
একলা ছিলাম ভালো ছিলাম
ছিলাম আমি বেশ।
আপন করে চাইলাম যারে
পাইলাম না তারে।
ভুলের মাশুল দেবো এখন
দেবো চোখের জলে,
কি এমন ক্ষতি হতো
তুমি আমার হলে।
ভেবে এখন পাই'না কুল
ভাবি বারে বারে।