Joto Mot歌词由the Missing Link演唱,出自专辑《Ostitwo》,下面是《Joto Mot》完整版歌词!
Joto Mot歌词完整版
যত মত তত পথ
ডাক দিচ্ছে ভবিষ্যত
থাক বুকভরা হিম্মত
আমার গান
খুঁজে নিক রাস্তা চোখ
আমার আমিই সঞ্চালক
লোকে বলুক আহাম্মক
আমার গান
বড় হোক জীবনবোধ
করবই সব ঋণ শোধ
আরও আরও জ্যান্ত হোক আমার প্রাণ।
ক্ষমা ঘেন্না অর্থহীন
ছাই চাপা ভায়োলিন
পারমাণবিক চুক্তিহীন
যুদ্ধযান
জীবনের শেষ নিশ্বাসে
জাপটে থাকা বিশ্বাসে
আমি গাইবই তখনও
আমার গান
বিভাজন আমি বুঝি না
তাই একবারও খুঁজি না
রাজনৈতিক ভাগাড়ে
জ্যান্ত সুর
তাই রাস্তা আজ আমায়
কক্ষনো না থামায়
আমি যাবই যাব চলে অনেকদূর।