Agun Lagaiya Dimu Sharite歌词由Kazi Shuvo&Tosiba Begum演唱,出自专辑《Agun Lagaiya Dimu Sharite》,下面是《Agun Lagaiya Dimu Sharite》完整版歌词!
Agun Lagaiya Dimu Sharite歌词完整版
সামনের মাসে যদি আপনি না আসেনগো বাড়িতে,
আগুন লাগাইয়া দিমু শাড়িতে।।
ওরে আমার ময়না পাখি তোর কথা কেমনে রাখি।।
আমারও তো ইচ্ছে হয় না পরের চাকরি করিতে,
সামনের মাসে যদি আপনি না আসেনগো বাড়িতে,
আগুন লাগাইয়া দিমু শাড়িতে।
আমারও তো ইচ্ছে হয় না পরের চাকরি করিতে,
মনটা পইড়া থাকে বাড়িতে।
আমায় নিয়া পাড়ার লোকে করে কানা কানি, আমি শুধু নিরব হইয়া ফেলি ছোখের পানি,
লোকের কথায় দার দারিচ না একটু সবুর কর, পরের কথায় আপনজন কি হইয়া যায় রে পর।।
আমি রয়েছি পথো চাইয়া একবার ঘুইরা যান না আইয়া।।
ব্যাকুল হইয়া রইছে মনটা আপনার মুখটা দেখিতে,
আমারও তো ইচ্ছে হয় না পরের চাকরি করিতে,
মনটা পইড়া থাকে বাড়িতে।
সামনের মাসে যদি আপনি না আসেনগো বাড়িতে,
আগুন লাগাইয়া দিমু শাড়িতে।
সুতিয়া নদীর তীরে বানাই গেছেন বাড়ি, মাঝেমধ্যে ইচ্ছা করে জলে ডুইবা মরি,
ওরে এমন কথা কয় না মুখে আমার ময়না টিয়া, তুই যদি চাস তোর লাগিয়া সব দিব ছাড়িয়া।
আমি রয়েছি ফটো চাইয়া একবার ঘুইরা যান না আইয়া।।
ব্যাকুল হইয়া রইছে মনটা আপনার মুখটা দেখিতে,
আমারও তো ইচ্ছে হয় না পরের চাকরি করিতে,
মনটা পইড়া থাকে বাড়িতে।
সামনের মাসে যদি আপনি না আসেনগো বাড়িতে,
আগুন লাগাইয়া দিমু শাড়িতে।
মনটা পইড়া থাকে বাড়িতে,
আগুন লাগাইয়া দিমু শাড়িতে।