Banglay Kotha Boli歌词由Mahfuz Mamun演唱,出自专辑《Banglay Kotha Boli》,下面是《Banglay Kotha Boli》完整版歌词!
Banglay Kotha Boli歌词完整版
বাংলা ভাষার তরে
সালাম রফিকেরা
জীবন দিয়েছে কুরবান
রক্ত দিয়ে তারা
লিখে গেছে ইতিহাস
ভুলবোনা সেই অবদান।
↓
বাংলায় কথা বলি
বাংলাতে সুর তুলি
গেয়ে যাই কতনা গান
বাংলা মায়ের বুলি
যতই ছুড়ো গুলি
রাখবোই বাংলার মান ||
মনে পড়ে এখনো-রক্ত ঝরা একুশ
রাজপথের সেই লাল দৃশ্য।
ভাষা প্রেমের সেযে-দূর্লভ কাহিনি
সাক্ষী হয়েছে পুরো বিশ্ব
সূচনা হলো এক-নব অধ্যায়
রচয়িতা ছিলো-এ মাটির সন্তান।
↓
বাংলায় কথা বলি
বাংলাতে সুর তুলি
গেয়ে যাই কতনা গান
বাংলা মায়ের বুলি
যতই ছুড়ো গুলি
রাখবোই বাংলার মান ||
যদি ফের কখনো-ভাষা কেড়ে নিতে চায়
হায়েনাদের কোন বংশ
মানবোনা কখনো-থাকতে নিজের হুশ
হতে যদি হয় পুরো নিঃশ
প্রিয় মাতৃভাষা - অনেক বেশি দামী
এ ভাষার জন্য দিয়ে দিবো প্রাণ।
↓
বাংলায় কথা বলি
বাংলাতে সুর তুলি
গেয়ে যাই কতনা গান
বাংলা মায়ের বুলি
যতই ছুড়ো গুলি
রাখবোই বাংলার মান ||