Mon Tui Kadish Na (Explicit)歌词由Faiza Joya演唱,出自专辑《Mon Tui Kadish Na (Explicit)》,下面是《Mon Tui Kadish Na (Explicit)》完整版歌词!
Mon Tui Kadish Na (Explicit)歌词完整版
ও মন তুই কাঁদিস না, সে এখন তোর না,
যত কথা দিয়েছিল, কিছুই সে রাখল না,
এত বোঝাই মন তোরে তুই কেন বুঝিস না ।।
মন তারে সব দিয়া তার মন পাইলি না,তার মনে অন্য কেউ তুই তো কভু ছিলিনা ।।
সারা জীবন থাকবো পাশে বলেও সে তো থাকলো না ।
মন তোরই বিশ্বাসেরই দাম সে দিল না,কাছে এসে আপন সেজে করে গেল ছলনা ।।
সারা জীবন থাকবো পাশে বলে সে তো থাকলো না ।