Amar Aponar Cheye Apon Je歌词由Basabi Datta演唱,出自专辑《Amar Aponar Cheye Apon Je》,下面是《Amar Aponar Cheye Apon Je》完整版歌词!
Amar Aponar Cheye Apon Je歌词完整版
আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনায়।।
(আমি)শুনি যেন তার চরণের ধ্বনি।।
আমারি পিয়াসী বাসনায়।
আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনায়।
আমারি মনের তৃষিত আকাশে,
কাঁদে সে চাতক আকুল পিয়াসে।।
কভু সে চকোর সুধাচোর আসে।।
নিশীথে স্বপনে জোছনায়।
আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনায়।
আমার মনের পিয়াল তমালে,
হেরি তারে স্নেহ মেঘশ্যাম।।
অশনি আলোকে হেরি তারে থির।
বিজলি উজল অভিরাম।
আমারি রচিত কাননে বসিয়া,
পরাণ প্রিয়ারে মালিকা রচিয়া।।
সে মালা সহসা দেখিনু জাগিয়া।।
আপনারই গলে দোলে হায়।
আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনায়।
(আমি)শুনি যেন তার চরণের ধ্বনি।।
আমারি পিয়াসী বাসনায়।
আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনায়।