Sadhinota jayni keho歌词由Nitu演唱,出自专辑《Sadhinota jayni keho》,下面是《Sadhinota jayni keho》完整版歌词!
Sadhinota jayni keho歌词完整版
স্বাধীনতা যায়নি কেহ
আপনি তোমায় দিয়ে
এনেছে তাকে আমার ভাই
তার প্রাণের বিনিময়ে॥
দিয়েছে কতো রক্ত তারা
হয়েছে অঙ্গহানি
হারিয়েছে কতো হস্ত পদ
(আহা) ক‘জন খবর জানি।
জয় করেছে আমার দেশ
শত রক্ত রাঙিয়ে॥
মা হারালো বুকের মানিক
(আর) বোন হারালো স্বামী
তবু হায়েনারা কেড়ে নিলো
তার শেষ সম্বলখানি,
জানে অন্তর্যামী।
স্বাধীন হলো আমার দেশ
বহু ত্যাগের বিনিময়ে॥
ঘরবাড়ি কিছু নাই
সব তো হলো পুড়ে ছাই
দুষ্ট দানব হার মেনেছে
জয় করেছে আমার ভাই।
স্বাধীনতা এলো ঘরে
সব হারানোর পরে,
(আমার) সকল হারিয়ে॥