笨鸟先飞
我们一直在努力
2025-01-25 21:02 | 星期六

Baje Shobhab歌词-Rehaan Rasul

Baje Shobhab歌词由Rehaan Rasul演唱,出自专辑《Baje Shobhab》,下面是《Baje Shobhab》完整版歌词!

Baje Shobhab歌词

Baje Shobhab歌词完整版

কথা হবে দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে,

কাছে আসা আসি, আর হবে না.

চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে,

ভালবাসা-বাসি, আর হবে না.

শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে,

খাওয়া দাওয়া, কিছু মজা হবে না.

হুট করে ফিরে এসে, লুট করে নিয়ে যাবে,

এই মন ভেঙে যাবে, জানো না.

|| আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবেনা || **

ভুলভাল ভালবাসি, কান্নায় কাছে আসি,

ঘৃণা হয়ে চলে যাই, থাকি না.

কথা বলি একাএকা, সেধে এসে খেয়ে ছ্যাঁকা,

কেনো গাল দাও আবার, বুঝি না.

খুব কালো কোনো কোণে, গান শোনাবো গোপনে,

দেখো যেনো আর কেউ, শোনে না.

গান গেয়ে চলে যাবো, বদনাম হয়ে যাবো,

সুনাম তোমার হবে, হোক না.

|| আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবে না ||

যদি তুমি ভালোবাসো, ভালো করে ভেবে এসো,

খেলে ধরা কোনো খানে, রবে না,

আমি ছুঁয়ে দিলে পরে, অকালেই যাবে ঝরে,

গলে যাবে যে বরফ, গলে না.

আমি গলা বেচে খাবো, কানের আশেপাশে রবো,

ঠোঁটে ঠোঁটে রেখে কথা, হবে না.

কারো একদিন হবো, কারো একরাত হবো,

এর বেশি কারো রুচি, হবে না.

|| আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবে না ||

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef429VVA9BQ5RVAQHCQ.html

相关推荐

  • Tomar Preme Porchina歌词-Rehaan Rasul

    Tomar Preme Porchina歌词-Rehaan Rasul

    Tomar Preme Porchina歌词由Rehaan Rasul演唱,出自专辑《Tomar Preme Porchina》,下面是《Tomar Preme Porchina》完整版歌词! Tomar Preme Porchina歌词完整版...

  • Ferate Parini (Male)歌词-Rehaan Rasul

    Ferate Parini (Male)歌词-Rehaan Rasul

    Ferate Parini (Male)歌词由Rehaan Rasul演唱,出自专辑《Appointment Letter》,下面是《Ferate Parini (Male)》完整版歌词! Ferate Parini (Male)歌词完整版 ...

  • Echoes of War歌词-DeniZa

    Echoes of War歌词-DeniZa

    Echoes of War歌词由DeniZa演唱,出自专辑《Heartbeat》,下面是《Echoes of War》完整版歌词! Echoes of War歌词完整版 City falls in nightBullets pierce th...

  • 绿草地歌词-快乐虎儿歌

    绿草地歌词-快乐虎儿歌

    绿草地歌词由快乐虎儿歌演唱,出自专辑《快乐虎儿歌 经典童谣》,下面是《绿草地》完整版歌词! 绿草地歌词完整版 绿绿的草地柔软的草地蝴蝶舞花儿笑是我小天地绿...

  • Cryptocurrency Anthem歌词-DeniZa

    Cryptocurrency Anthem歌词-DeniZa

    Cryptocurrency Anthem歌词由DeniZa演唱,出自专辑《Heartbeat》,下面是《Cryptocurrency Anthem》完整版歌词! Cryptocurrency Anthem歌词完整版 Digital gold...

  • Tick Tock歌词-DeniZa

    Tick Tock歌词-DeniZa

    Tick Tock歌词由DeniZa演唱,出自专辑《Heartbeat》,下面是《Tick Tock》完整版歌词! Tick Tock歌词完整版 Wake up and it's goneMorning sun so strongHours ...