Shyam Chhara歌词由Chandana Majumder演唱,出自专辑《Shyam Chhara》,下面是《Shyam Chhara》完整版歌词!
Shyam Chhara歌词完整版
শ্যাম ছাড়া কি জোড়ায় রাধার মন
ও ললিতা
শ্যাম বিরহে পোড়ে রাধার তন
ও বিশাখা
শ্যাম ছাড়া কি জোড়ায়া রাধার মন।
চোখের দেখা না দেখিলে
মনে কি আর শান্তি মিলে, গো
মন হইয়াছে পাগলের মতন
ও ললিতা
দেখি এখন জাগিয়া স্বপন
ও বিশাখা
শ্যাম ছাড়া কি জোড়ায় রাধার মন।
রাত বেরাতে শুনি বাঁশি
সুর যেন তার মরণ ফাঁসি, গো
তবু ভালো লাগে এ চিত্ত হরণ
ও ললিতা
ভালো লাগে এ চিত্ত হরণ
ও বিশাখা
শ্যাম ছাড়া কি জোড়ায় রাধার মন।
ললিতা, বিশাখা তোমরা
আইনা দেও মোর শ্যাম ভোমরা রে
শ্যাম, না পাইলে বিষ করিবো সেবন
ও ললিতা
না পাইলে বিষ করিবো সেবন
ও বিশাখা।