笨鸟先飞
我们一直在努力
2025-01-25 11:46 | 星期六

Shyam Chhara歌词-Chandana Majumder

Shyam Chhara歌词由Chandana Majumder演唱,出自专辑《Shyam Chhara》,下面是《Shyam Chhara》完整版歌词!

Shyam Chhara歌词

Shyam Chhara歌词完整版

শ্যাম ছাড়া কি জোড়ায় রাধার মন

ও ললিতা

শ্যাম বিরহে পোড়ে রাধার তন

ও বিশাখা

শ্যাম ছাড়া কি জোড়ায়া রাধার মন।

চোখের দেখা না দেখিলে

মনে কি আর শান্তি মিলে, গো

মন হইয়াছে পাগলের মতন

ও ললিতা

দেখি এখন জাগিয়া স্বপন

ও বিশাখা

শ্যাম ছাড়া কি জোড়ায় রাধার মন।

রাত বেরাতে শুনি বাঁশি

সুর যেন তার মরণ ফাঁসি, গো

তবু ভালো লাগে এ চিত্ত হরণ

ও ললিতা

ভালো লাগে এ চিত্ত হরণ

ও বিশাখা

শ্যাম ছাড়া কি জোড়ায় রাধার মন।

ললিতা, বিশাখা তোমরা

আইনা দেও মোর শ্যাম ভোমরা রে

শ্যাম, না পাইলে বিষ করিবো সেবন

ও ললিতা

না পাইলে বিষ করিবো সেবন

ও বিশাখা।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/ef42bVVA9BghUVgAGAQ.html

相关推荐

  • BLOOM歌词-TWICE

    BLOOM歌词-TWICE

    BLOOM歌词由TWICE演唱,出自专辑《With YOU-th》,下面是《BLOOM》完整版歌词! BLOOM歌词完整版 BLOOM - TWICE (트와이스) 词:정연 曲:Melanie Fontana/earat...

  • NEW NEW歌词-TWICE

    NEW NEW歌词-TWICE

    NEW NEW歌词由TWICE演唱,出自专辑《With YOU-th》,下面是《NEW NEW》完整版歌词! NEW NEW歌词完整版 NEW NEW - TWICE (트와이스) 词:이스란 曲:이우민 "col...

  • ONE SPARK歌词-TWICE

    ONE SPARK歌词-TWICE

    ONE SPARK歌词由TWICE演唱,出自专辑《With YOU-th》,下面是《ONE SPARK》完整版歌词! ONE SPARK歌词完整版 ONE SPARK - TWICE (트와이스) 词:심은지/Melanie...

  • I GOT YOU歌词-TWICE

    I GOT YOU歌词-TWICE

    I GOT YOU歌词由TWICE演唱,出自专辑《With YOU-th》,下面是《I GOT YOU》完整版歌词! I GOT YOU歌词完整版 I GOT YOU (Original) - TWICE (트와이스) Lyrics ...