Ami Ato Nosto Chilam Na Re歌词由Parag Biswas演唱,出自专辑《Ami Ato Nosto Chilam Na Re》,下面是《Ami Ato Nosto Chilam Na Re》完整版歌词!
Ami Ato Nosto Chilam Na Re歌词完整版
আমি এত নষ্ট ছিলাম নারে, পিরিতের আগে
নষ্ট আমায় কইরা দিছে, নিষ্ঠুর পিরিতে)×২
জিবন নয়ের ফাদে আমার গেছে ছিরিয়া
(আমি এত নষ্ট হইছিরে আমি পিরিত করিয়া) ×২
(যার লাগিয়া এত পাগল হইছি জীবনে
সে তো ভালোই আছে আমায় পাগল বানিয়ে) ×২
দুঃখের কাছে নষ্ট আমি গেছি হইয়া
(আমি এত নষ্ট হইছিরে আমি পিরিত করিয়া) ×২
(এই হাল করবে পিরিত আমায় বুঝিনি আগে
এটাই ছিল কর্মের লেখা ভাবিনি আগে) ×২
এমন নাকি হওয়ার ছিল আমার জীবনে
(এত নষ্ট হইছিরে আমি পিরিত করিয়া) ×২
(এত নষ্ট ছিলাম নারে পিরিতের আগে
নষ্ট আমায় কইরা দিছে নিষ্ঠুর পিরিতে)