Boshonto Bikele歌词由Akashcari&Arfat Faisal&Prayangshu演唱,出自专辑《Boshonto Bikele》,下面是《Boshonto Bikele》完整版歌词!
Boshonto Bikele歌词完整版
কোনো বৃষ্টি ভেজা দিনে
কোনো কৃষ্টচুড়া বনে
সাজাবো তোমায় আমি একা
নিজ আপন মনে
কোনো বসন্ত বিকেলে
দেখবো এক ফুল মন ভরে
হাটবো তোমায় নিয়ে আমি একা
তোমার হাতটি ধরে
মেয়ে তুমি আমায় দিবে কি সুযোগ
একটু ভালোবাসার
মেয়ে তুমি আমায় দিবে কি সুযোগ
একটু দুচোখ ভরে দেখার
চেয়েছি শুধু একটু সুযোগ আমি
শুধু তোমার এলোমেলো শাড়ির ভাজে
এলোমেলো চুলের মাজে
একটু নিজ হাতে
সাজাবো তোমায়
ভালোবাসবো আমি তোমায়
মেয়ে তোমার আবছা অবুঝ মনে
পেয়েছি এক ফুল গোপনে
সেই ফুলকে একটু যতনে রাখতে চাই
মেয়ে তুমি আমায় দিবে কি সুযোগ
একটু ভালোবাসার
মেয়ে তুমি আমায় দিবে কি সুযোগ
একটু দুচোখ ভরে দেখার
তোমার কাজল কালো চোখে
আফিম নেশা ঘোরে
সেই নেশায় আমি আসক্ত হয়েছি
পুরোটাই
আমি গোলাপ ফুলে হাতে
দাঁড়িয়ে তোমার সাথে
তোমার শাড়ির আচলে
নিজেকে বেধে দিতে চাই
মেয়ে তুমি আমায় দিবে কি সুযোগ
একটু ভালোবাসার
মেয়ে তুমি আমায় দিবে কি সুযোগ
একটু দুচোখ ভরে দেখার