Moner majhe santi nai (Original song)歌词由Ariyan sanim演唱,出自专辑《Moner majhe santi nai (Original song)》,下面是《Moner majhe santi nai (Original song)》完整版歌词!
Moner majhe santi nai (Original song)歌词完整版
তুমি আমার এমনই একজন
যারে ছাড়া মনের মাঝে
শান্তি নাই
তুমি আমার এই হৃদয়ে গাতা
পাবো কি আর এই মনের দেখা
শুনবে কি আর আমার সুরে গান
পাবে না আমার মতো
অন্য কারো মন
এক পলকে হারিয়ে গেলে
অন্য কারো ঠিকানা
কতো ভালোবাসি তোমায় বুঝনি
তুমি বুঝবি ঠিকই আমিও যদি
হারিয়ে একদিন
তুমি আমার এমনই একজন
যারে ছাড়া মনের মাঝে
শান্তি নাই
তুমি আমার এই হৃদয়ে গাতা
পাবো কি আর এই মনের দেখা
সব যেনো আজ সৃত্মির দখলে
মরন ছাড়া এখন আর নাই বা কিছু
তুমি আমার এমনই একজন
যারে ছাড়া মনের মাঝে
শান্তি নাই