O Kolijar Nobi (Explicit)歌词由Abir Choudhury演唱,出自专辑《O Kolijar Nobi (Explicit)》,下面是《O Kolijar Nobi (Explicit)》完整版歌词!
O Kolijar Nobi (Explicit)歌词完整版
ও কলিজার নবী আমার তোমায় ভালবাসি।
রওজাপাকে এখনো হায় আমার কথাই ভাবো,
প্রভুর কাছে বিচারদিনে ক্যামনে ছাড়া পাবো।
ক্যামনে আমার রোজ হাশরে ফুটবে মুখে হাসি,
ও কলিজার নবী আমার তোমায় ভালবাসি।
দ্বীনের চেরাগ জালতে তুমি ছাড়লে সুখের ঘর,
দ্বীনের পথে থাকতে গিয়ে আপন হলো পর।
পাগল বলে ছুড়লো পাথর অবুঝ তায়েফবাসী।।
ও কলিজার নবী আমার তোমায় ভালবাসি।
দ্বীনের কথাই ভাবলে আগে সব কিছুকে ছেড়ে,
হাজার কাটা মাড়িয়ে আবার সামনে গেলে বেড়ে।
রোজ হাশরে স্মরো মোদের, রেখো পাশাপাশি।।
ও কলিজার নবী আমার তোমায় ভালবাসি।