Amar Parwardigar歌词由Raju Mondal演唱,出自专辑《Amar Parwardigar》,下面是《Amar Parwardigar》完整版歌词!
Amar Parwardigar歌词完整版
গীতিকার- এসআই অ্যালবার্ট
আমার পরোয়ার দীগার
তোমার খেলা তুমি খেলো
বোঝার সাধ্যকার--২
দিনকে তুমি রাত্রি বানাও
আলোকে আঁধার---
তুমি আলেমুল গায়েবী হইয়া
ঘুরছ সাধের জন্ম নিয়া--২
আলিফ কে লাম বানাইয়া
মিমে তুমি নিলে আকার--ঐ
না চিনে মন করলাম কি ভূল
কে ত্বরাতে পারেরী কল--২
আশার সিন্ধু প্রেমিক রাসূল
আমারে করিয়ো পার--ঐ
ক্ষমা করো পরোয়ার দিগার
আমি শহিদুল বড় গোনাগার---২
দয়া করে দিও ক্ষমা
আছে যতো পাপ আমার--ঐ