Khai Dai Ghure Berai歌词由Bivan Adhikary演唱,出自专辑《Khai Dai Ghure Berai》,下面是《Khai Dai Ghure Berai》完整版歌词!
Khai Dai Ghure Berai歌词完整版
একদিন তোরে দেইখা আমি করলাম চয়েজ
তারপর কতো দিন ধরে করি রিকুয়েষ্ট
সেইদিন তুই বুঝলি না রে করলি আভোয়েড
আমার ভালোবাসার মাঝে জমাইলি যে সেড (2)
তারপর বুঝে গেলাম আমি তুই তো কেউ ই নয়,
কেনো হাসি কেনো কাদি তোরই ছলনায়
মিথ্যে যত গল্প ছিলো সবই মুঝে যায়
সত্যি বলে তোর কাছে আর কিছুই যে নাই
হ্যা আমি আমি সেই ছেলেটা, সেই ছেলেটাই রে
এখন বুঝি দেখলে আমায় জলবি শুধুই রে
না না না আর কখনো এটাও ভাবিস না
আমার মনে জায়গা নিবি Blank Entry তে
খাই দায় ঘুরে বেড়াই ফিলিংস রাখি না,
তোর মতো আজ কতো জন পেছন ছারে না
রক মুড এর সারকিড এ আর প্রেম ঝরে না
বেটার অপ্সান সিঙেল তাই কাওড়ে ভাবি না (2)
আজ নিজের কাছে নিজেই আমি স্বাধিন পুরোটাই
কারোর প্রেমের লাইসেন্স হয়ে ঘুরতে যে না হয়
আজ ভিরে ভিরে সবাই আমার চাইছে অটোগ্রাফ
জানি তোর জ্বলবে তবু দূরে দূরে থাক
হ্যা আমি আমি সেই ছেলেটা, সেই ছেলেটাই রে
এখন বুঝি দেখলে আমায় জলবি শুধুই রে
না না না আর কখনো এটাও ভাবিস না
আমার মনে জায়গা নিবি Blank Entry তে