Aposh歌词由Yousuf Raju&Abanti Deb Sithi演唱,出自专辑《Aposh》,下面是《Aposh》完整版歌词!
Aposh歌词完整版
তুই ছাড়া মন খোজে না
আর কিছু বোঝে না
ঠিকানা তোরই হলো এ আমার
তুই রাজি যদি হস
করে নেব চল আপোষ
উড়ে যাবে যত জমেছে আধার
বসে দেখ পথ চেয়ে
আয় না জোনাকি হয়ে
হাত ধরে করে দেনা পার
কখনো দেব না
যেতে তোকে দেব না
তুই ছাড়া বাঁচা যাবে না
তোকেই কাছে চায়
হাজারও বাহানায়
মন শোনে না যে বারণ
এই ভালো থাকার
সুখেতে হারাবার
তুই তো শুধুই কারণ
দূরেতে গেলে হায়
লাগে যে অসহায়
প্রেম যেন আরো বাড়ে
এতটা তোকে চাই
নিজেকে ভুলে যাই
রাখি তোরে বুকে ধরে