Ochena Voi (Female Version)歌词由Aqib Reza Aaraz&Tasmim Tarannum Noveli演唱,出自专辑《Ochena Voi (The Remixes)》,下面是《Ochena Voi (Female Version)》完整版歌词!
Ochena Voi (Female Version)歌词完整版
দখিনা বাতাসে ,অচেনা সুরে
অভিমান তুমি ,অভিমান আমি।
রাত জাগা ভোরে ,ছিলে তুমি পাশে
আড়ালে যখন, ভেসে ছিলে তুমি।
জানিনা এমন কেন তোমার জন্য হয়
ঝাপসানো চোখে,অনাবিল দৃষ্টিতে
শুধু থাকে তোমার জন্যে
অচেনা ভয়
না না না না …………
অচেনা ভয়
না না না না …………
মনের আকাশে, নিবিড় ভাষাতে
যখন ডাকি তোমাকে।
ঝাপসা চোখেতে, আবছা আলোতে
শুধু খুঁজি তোমাকে।
নিত্য দিনেরই, সব বাধা ভুলে
অচেনা মন খুঁজে তোমাকে,
অস্থির কল্পনায়, নতুন বাসনায়
আপন করে নিতে চাই তোমাকে।
অদ্ভুত এই হৃদয়
মানে না বারণ,
ভালোবাসা শুধু
কেনো খুঁজে কারণ।
জানিনা এমন কেনো
তোমার জন্য হয়
নিঝুম রাত্রিতে
ছাঁয়ার স্তব্ধতায়
শুধু থাকে তোমার জন্য
অচেনা ভয়
না না না………
অচেনা ভয়
না না না……