Tomar Amar Gaan歌词由Lubań演唱,出自专辑《Tomar Amar Gaan》,下面是《Tomar Amar Gaan》完整版歌词!
Tomar Amar Gaan歌词完整版
যখন একা এই বৃষ্টি দেখে
তোমার কথা মনে পড়ে
তখন তুমি স্মৃতির মত
ভুল মানুষের গল্প লেখো
তবুও এই শহরটাতে থাকবে লেখা
তোমার আমার গান
তোমার আমার গান
তোমার আমার গান
কখনও কি
খুঁজে পাবে
ভুলে করে
আমাকে সে গানে
তোমার আমার গান
তোমার আমার গান
তোমার আমার গান
চেয়েছিলাম কবিতা হয়ে
সকালে বেলার পাখির সুরে
গুনগুনিয়ে গান শুনিয়ে তোমার পথে হারিয়ে যাবো
পথ হারা এক পাখির মত
গাইছি একা
তোমার আমার গান
তোমার আমার গান
তোমার আমার গান
কখনও কি
খুঁজে পাবে
নতুন করে
আমাকে এ গানে...