Salliala Muhammad歌词由Ibrahim Adnan演唱,出自专辑《Salliala Muhammad》,下面是《Salliala Muhammad》完整版歌词!
Salliala Muhammad歌词完整版
আমি তোমার নামে গান গেয়েই যাবো
আমি তোমার প্রেমে নাত লিখেই যাবো।
হে রাসূল তুমি আছো এই হৃদয়ে তোমার
দিদারে পাবে দীল স্বাদ, সাল্লিয়ালা মোহাম্মদ।
শত অন্ধকারে জাললে আলো তোমার অশেষ ত্যাগের দ্বারা
হামজা ওমর আবু বকর তোমার প্রেম ছিলো পাগল পাড়া। উহুদ বদররে রক্ত দিয়ে
দ্বীনের ফসল তুমি করলে আবাদ, সাল্লিয়ালা মোহাম্মদ
তোমার ঠিকানা দূর আরবে আমার ঠিকানা এই বাংলায়,
আফসোস অকাতরে কেঁদে মরি কত হাজী তোমার দেশে যায়
এই আরজি শুনো হে নবী দয়ার,কাল হাশরে করো সাফায়াত, সাল্লিয়ালা মোহাম্মদ।