Neel Asman Sobuj Prithibi歌词由Fatima Diana Batul演唱,出自专辑《Neel Asman Sobuj Prithibi》,下面是《Neel Asman Sobuj Prithibi》完整版歌词!
Neel Asman Sobuj Prithibi歌词完整版
নীল আসমান, সবুজ পৃথিবী
যাহার সৃষ্টি সব
সকল তারিফ তোমারই জন্যে
তুমি আমার রব
সৃজন করেছ চন্দ্র সূর্য
তোমার তো এ নিখিল
আনতা রাববী আনতা হাসবী আনতা লীনীমাল ওয়াকিল
তুমি তো দিয়েছো কত নিয়ামাত
করি না শোকর তার
তোমারই দেয়া সেই জিবন বিদান
ভেঙ্গে চলি বার বার
তবু তোমার ক্ষমার আশায়
দোয়ায় হই শামিল
আনতা রাববী আনতা হাসবী আনতা লীনীমাল ওয়াকিল
ডুবে আছি যত পাপচারে আর
লোভ লালসার ভিড়ে
ভুলে গেছি সব নিষেধের বানী
কি করে আসবো ফিরে
ওমর খালিদ হামযার দলে
এ নাম করো শামিল
আনতা রাববী আনতা হাসবী আনতা লীনীমাল ওয়াকিল
বিতাড়িত সেই ইবলিস আমায়
দেয় না সফল হতে
ওয়াস ওয়াসা দিয়ে লালসায় ফেলে
টেনে নেয় ভুল পথে
আমার হৃদয়ে তার ছায়া যেন
আমার হৃদয়ে তার ছায়া যেন
পড়ে নাকো এক তিল
আনতা রাববী আনতা হাসবী আনতা
লীনীমাল ওয়কীল