Ruporna歌词由Trimatrik Inc演唱,出自专辑《Ruporna》,下面是《Ruporna》完整版歌词!
Ruporna歌词完整版
রোদের ফোঁটায়
বিষন্ন সুন্দর
তোমার জানালায়
কৃষ্ণচূড়ার আদর
আমি ভেবেও পাইনি
কোন ঠিকানা
আমায় ঘিরেছে তোমার
শুণ্যতা
কতশত অভিমান ঘিরে
তোমার মুকুট বাঁধানো
ভবঘুরে যাযাবর আমি
মধুচন্দ্রে হারানো
রূপর্ণা এই শীতের বিকেল
উৎসর্গে দিলাম তোমায়
এসে দেখে যাও আছি কেমন
তোমার ঠিকানায়
বারেবার শতবার তোমায়
দেখেছি আকাশের বুকে
তুমিও আছোই তেমন যতটা
দেখেছিলাম সুখে
কতশত অভিমান ঘিরে
তোমার মুকুট বাঁধানো
সবরাত্রি যেন দিচ্ছে বিদায়
অনুভবে হারানো
রূপর্ণা এই শীতের বিকেল
উৎসর্গে দিলাম তোমায়
এসে দেখে যাও আছি কেমন
তোমার ঠিকানায়