Tor Kache Takai Dami歌词由Sojib演唱,出自专辑《Tor Kache Takai Dami》,下面是《Tor Kache Takai Dami》完整版歌词!
Tor Kache Takai Dami歌词完整版
তোর কাছে টাকা দামি আমি মনটা পুতুল খেলা,
টাকাওয়ালা পাইয়া ভুললি আমায় করলি শুধু হেলা।
স্বার্থ বুঝে বাসলি ভাল, স্বার্থ শেষে বিদায়,
নিজের বুঝটা বুঝে নিলি ষোলআনা আদায়।
কত আদর করতাম তোরে বুকের মাঝে রেখে,
কই পালাইয়া গেলি রে তুই আমায় রাইখা দুখে।
তোর জন্য চোখে পানি, বুকে বাড়ে ব্যাথা
স্মৃতি লইয়া কান্দি আমি সারাবেলা।
আমায় দুঃখ দিয়া কোনদিনই পাবি নারে সুখ,
একদিন ঠিকই আমার জন্য কাঁদবে তোর বুক।
আমি থাকব চেয়ে ঐপারে, খোদারি দরবারে
তোর সাথে ভাসাব প্রেমের ভেলা।